এলিয়ানপুর চা বাগানে সাত দিনব্যাপী ভগবৎ পাঠের সমাপন, আজ যজ্ঞ
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : এলিয়ানপুর চা বাগানে গত সোমবার থেকে চলা ভগবৎ পাঠের রবিবার সকাল ৮টায় সমাপন হয়। এদিন সকালে শতাধিক মহিলা ও পুরুষ অলিয়নপুর কোয়ারি থেকে সারিবদ্ধভাবে কলসি যাত্রা শুরু করেন। কোয়ারি থেকে জল নিয়ে তারানাথপুর হয়ে এলিয়ানপুর নাচঘরে আসেন।
সেবা সমিতির পক্ষে কলসি যাত্রার নেতৃত্বে ছিলেন এলিয়ানপুর চা বাগান পঞ্চায়েত অজয় ফুলমালি, বাপন চাষা সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানের প্রধান পুরোহিত রাজারাম গোস্বামী জানান, গত সোমবার থেকে তিনি এলিয়নপুর চা বাগানে ভগবৎ পাঠ করছেন ভগবৎ পাঠ করার উদ্দেশ্য হলো হিন্দু ধর্মের রক্ষা এবং হিন্দু জাগরণ যাতে এলিয়নপুর সহ গোটা পৃথিবী আলোকিত হোক।
এ উপলক্ষে এলিয়নপুর চা বাগানের আঞ্চলিক পঞ্চায়েত মনোজ সাহু জানান, রবিবার কলসি যাত্রা ও বিভিন্ন দেবদেবীর জন্য যজ্ঞ মণ্ডপে নির্মিত বেদিগুলোর পূজার কাজ সম্পন্ন হয়েছে। এরপর এদিন যজ্ঞাদি অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।