রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : শিলচরের নবনিযুক্ত জেলা কমিশনার আয়ুস গর্গ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সোমবার জেলা কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে তিনি সাংবাদিকদের সঙ্গে সরাসরি বার্তালাপ করে কাছাড় জেলার বিদ্যমান সমস্যা ও প্রশাসনিক চ্যালেঞ্জগুলি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জেলার প্রধান সমস্যাগুলির মধ্যে ট্রাফিক জট, জলনিকাশির অভাবে জমা জল, যানবাহন পার্কিংয়ের অব্যবস্থা এবং বিভিন্ন এলাকায় অবৈধ দখলের বিষয়গুলি তুলে ধরা হয়। এসব সমস্যার উত্তরে জেলা কমিশনার আয়ুস গর্গ জানান, তিনি অগ্রাধিকারভিত্তিতে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তবে কিছু জটিল সমস্যা সমাধানে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন এবং সে ক্ষেত্রে সাধারণ মানুষের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন বলে জানান।

এদিন জেলা কমিশনার স্পষ্ট ভাষায় আশ্বাস দেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসে সাধারণ মানুষকে কোনও ধরনের হয়রানি বা বিড়ম্বনার সম্মুখীন হতে হবে না। সৌজন্যমূলকভাবে দুই থেকে পাঁচজনের একটি প্রতিনিধিদল নির্বিঘ্নে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে এবং এতে কোনও প্রশাসনিক বাধা থাকবে না বলেও তিনি জানান।



