গুমড়ায় কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবককে গণ ধোলাই

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : কিশোরী ধর্ষণকারীকে গণ ধোলাই দিয়ে পুলিশে সমঝে দিলেন জনতা। ঘটনাটি গুমড়া পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অধীন অসম-মেঘালয় সীমান্তের। জানা যায়, সোমবার রাতে কাছাড়ের অসম-মেঘালয় সীমান্তের বিভিন্ন পাহাড়ি এলাকার মানুষ নতুন বছর উদযাপনে যখন ব্যস্ত তখন কিশোরীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এক যুবক। অভিযোগ মতে, রাতে একসময় ওই কিশোরীকে ফুসলিয়ে বেড়াতে নিয়ে যায় দীপ সরকার নামের এক যুবক। প্রায় দু’ঘন্টা পর কিশোরীকে নিয়ে ওই লম্পট ফিরে আসলে তার কুকাণ্ডের কথা জানায় কিশোরী। কিশোরীর মুখ থেকে এমন কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয়রা। লম্পট যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়ে গুমড়া পুলিশ ডেকে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার এনিয়ে গুমড়া পুলিশ  অনুসন্ধান কেন্দ্রে নির্যাতিতার  বাবা ঘটনার বিস্তারিত জানিয়ে এজাহার জমা দিয়েছেন। এজাহার গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।নির্যাতিতা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পর শিলচরের হোমে পাঠানো হয়েছে। আটক যুবককে অনুসন্ধান কেন্দ্রে রেখে চলছে জিজ্ঞাসাবাদ।  এমন ন্যাক্কারজনক ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Author

Spread the News