বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : কাটিগড়া-বড়খলা সংযোগী সড়কের গণিগ্রামে সংঘটিত হয়েছে এক দুর্ঘটনা। সোমবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে উল্টে পড়ল সবজি বোঝাই লরি। এ দুর্ঘটনায় আহত হয়েছেন লরি চালক। আহত চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, এদিন সবজি বোঝাই লরিটি সড়কে ইউটার্ন নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের অভিযোগ এ স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। সেখানে স্পিড ব্রেকার বসানোর জন্য দীর্ঘদিন ধরে স্থানীয়রা পূর্ত বিভাগের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু আজ অবধি বসানো হয়নি স্প্রিড ব্রেকার। এদিকে, এ দুর্ঘটনায় বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ায় বর্তমানে পাঁচটি গ্রামের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে রয়েছে।



