শিক্ষক সম্মাননা এবং শিক্ষানুদান অনষ্ঠান উত্তরণ সংস্থার

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : উত্তরণ সংস্থার ১৯ তম “বার্ষিক শিক্ষক সম্মাননা এবং শিক্ষানুদান অনষ্ঠান” অনুষ্ঠিত হয় স্থানীয় সত্যম শিবম সুন্দরম (মালুগ্রাম, শিলচর) ভবনে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে তিন কৃতী অবসরপ্রাপ্ত শিক্ষাব্রতী গৌরী দত্ত বিশ্বাস, সুস্মিতা দত্ত এবং অর্জুন সিংহকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে উচ্চ মাধ্যমিক, স্নাতক পরীক্ষায় ভালো ফল করার জন্যে আর্থিকভাবে অনগ্রসর, মেধাবী তিনজন ছাত্রছাত্রীকে বার্ষিক অনুদান দেওয়া হয় এবং আটজন মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীকে মাধ্যমিক পরীক্ষার শুল্ক ও একটি করে অভিধান সংস্থার পক্ষ থেকে প্রদান করা হয়।

মালুগ্রাম অঞ্চলের প্রাচীন দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান সর্বোদয় বিদ্যালয়ের তিনজন ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা করা হয়। সংস্থার সভানেত্রী প্রতিমা দাস পালের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় সম্মানিত কৃতী শিক্ষাবিদেরা বর্তমান শিক্ষা-সমাজ ব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সামাজিক দায়বদ্ধতা-আবশ্যকতার উপর বক্তব্য রাখেন এবং উত্তরণ সংস্থার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে অভিনন্দিত করেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবলি ভৌমিক, রামেন্দ্র ভট্টাচার্য, অভিজিত দাম, সজল শুর, যাদুগোপাল চ্যাটার্জি, অরিন্দম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *