সুপার ডিভিশন ক্রিকেটের শেষচারে ইন্ডিয়া ক্লাব

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : প্যারামাউন্ট স্কুল কাপ শিলচর সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শেষ চারে পৌঁছল ইন্ডিয়া ক্লাব। শুক্রবার টাউন ক্লাবকে হারিয়ে এই ছাড়পত্র আদায় করে নিল ইন্ডিয়া ক্লাব।  

সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে এদিন ইন্ডিয়া ক্লাব করে ৯ উইকেটে ২০৬ রান। জবাবে টাউন ক্লাব করে ৯ উইকেটে ১৯৭ রান। টাউন হারে মাত্র ৯ রানে। টস জিতে প্রথমে ফিল্ডিং নিলেও তেমন সুবিধে করতে আদায় করতে পারেনি টাউন ক্লাব।
ইন্ডিয়া ক্লাবের হয়ে মানসজ্যোতি গগৈ করেন ৫৯  রান। ইন্ডিয়া ক্লাবের অন্যান্য ব্যাটারদের মধ্যে প্রশান্ত কুমার ৩২, যোগেশ্বর ভূমিজ ২০, অমিত যাদব ১৯, রাজু দাস ১৪ রান করেন। অতিরিক্ত থেকে ইন্ডিয়া ক্লাব যোগ করে বড় অঙ্কের ৪০ রান। বিপক্ষের বোলারদের মধ্যে সমীর শর্মা  তিনটি এবং তাপস দাস দুটি উইকেট নেন। এদিন প্রথমে ভালই করেছিল টাউন ক্লাব। ১২৯ রানের মাথায় তাদের প্রথম উইকেটের পতন ঘটে। ৫৬ রানে আউট হন বিকি রায়। পরে ১৫৬ রানের মাথায় প্রসেনজিৎ সরকার ৬৭ রানে আউট হন। এরপরই টাউন ক্লাবের পতনের শুরু হয়। অমন ছেত্রী ৩২ ও অনুভব দাস ১২ রান ছাড়া তাদের আর কোনও ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। অতিরিক্তের খাতা থেকে আসে ২০ রান।

ইন্ডিয়া ক্লাবের বোলারদের মধ্যে অভিষেক দেব ৩ উইকেট নেন। ম্যাচ সেরা প্রসেনজিৎ সরকারের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন খেলোয়াড় তমাল কান্তি বণিক। শনিবার ইটখলা এসি খেলবে ত্রিবেণী ক্লাবের বিপক্ষে। এদিন খেলা পরিচালনায় ছিলেন বিজেন্দ্র প্রসাদ সিং ও গোপীকান্ত সিনহা। স্কোরিঙে ছিলেন দিলীপ কুমার দাস।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News