দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক উরুসের আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে শিলচরের ঘনিয়ালাস্থিত মখাশা মোকাম পরিচালন কমিটি। ৫৩তম উরুসকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু করেছেন উদ্যোক্তারা। রবিবার আয়োজিত এক নাগরিক সভায় উরুস আয়োজনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।
সভা শেষে কমিটির তরফে সংবাদ মাধ্যমকে জানান হয়, আগামী ১৭ জানুয়ারি সকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। এদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কোরান খতম, গজল ও কিরাত প্রতিযোগিতা, দুপুরে জলযোগ, ২টায় পুরস্কার বিতরণ সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। বিকেল ৪টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত চলবে ওয়াজ মহফিল, এবং রাত ১টা থেকে জিকির আজগার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।



