আমিনুল হকের প্রচেষ্টায় আট বছর পর চালু হল বেশ কয়েকটি সো-মিল

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের প্রচেষ্টায় দীর্ঘ আট বছর পর চালু হলো বেশ কয়েকটি সো-মিল। সোমবার একটি সো-মিলের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে চালু করেন তিনি।

শিলচর কনকপুর রোডের প্রায় ৮ বছর থেকে সরকারি বিধিনিষেধে দশটি সো-মিল গুলো বন্ধ ছিল। কয়েক মাস আগে মিল মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মিল বন্ধের বিষয়টি নিয়ে আমিনুল হক লস্করের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের এই দুর্দশার কথা শোনে আমিনুল হক বিভাগীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করেন। শুধু তা নয়, মন্ত্রীর সঙ্গে গুয়াহাটিতে সো-মিল মালিকদের নিয়ে সাক্ষাৎ করেন। এবং সো- মিল গুলো পুনরায় চালু করার প্রয়াস চালান। অবশেষে প্রাক্তন বিধায়ক লস্করের প্রচেষ্টায় ফের চালু হল দশটি সো-মিল।

এ দিন, উদঘাটন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিলের মালিক ফখরুল ইসলাম বড়ভূইয়া, বিসেম্বর রায়রা প্রাক্তন বিধায়কের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বক্তব্যে বলেন, ‘আজ আমরা পুনরায় ব্যবসা আরম্ভ করতে যাচ্ছি একমাত্র আমিনুল হকের বদান্যতায় ও আন্তরিক প্রচেষ্টায়’। সব বক্তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর ও ডিএফও-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Author

Spread the News