জুবিনের খারঘুলির বাড়ি ট্রাস্টের নামে দান করা হবে : গরিমা

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : প্রাণের শিল্পী জুবিন গর্গ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকার পর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনের আয়োজন করলেন তাঁর স্ত্রী গরিমা শইকিয়া গর্গ। কাহিলীপাড়ার বাসভবনে জুবিনের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে গরিমা শইকিয়া গর্গ বলেন, “জুবিন চলে যাওয়ায় সবকিছু যেন স্থবির হয়ে পড়েছে। নতুন বছর সবার জন্য ভালো হোক। জুবিনকে ঘিরে যেসব কাজ রয়েছে, সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এই কঠিন সময়ের মধ্যেও আমরা এগিয়ে যেতে চাই।”

তিনি আরও বলেন, জুবিনের অসম্পূর্ণ কাজগুলো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে। জুবিন চাইতেন মানুষ তাঁর নাম মনে রাখার চেয়ে তাঁর সৃষ্টিকে মনে রাখুক। জীবনের বহু ঝড় তিনি সাহসের সঙ্গে অতিক্রম করেছেন। কাজ ও সৃষ্টির মাধ্যমে খারাপ সময়েও তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন। তাঁর আদর্শ ও সত্তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
গরিমা শইকিয়া গর্গ জানান, জুবিন গার্গের নামে একটি ট্রাস্ট (ন্যাস) গঠন করা হবে। এই ট্রাস্টের মাধ্যমে জুবিন গর্গের সৃষ্টিসমূহ সংরক্ষণ করা হবে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকবেন। ট্রাস্টের নামে খারঘুলির বাড়িটি দান করা হবে। জুবিনের গান, প্রকৃতি ও সমাজসেবার ক্ষেত্রে কাজ করবে এই ন্যাস।

তিনি বলেন, এই ন্যাস পরিচালনা করবেন মনোজ বরঠাকুর, পার্থ সারথি মহন্ত এবং গৌতম শর্মা। কলাগুরু ফাউন্ডেশন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। অভিনয় ও কলাগুরু ফাউন্ডেশন এই ন্যাসের অধীনেই থাকবে।

এছাড়াও জুবিন গর্গের শেষ ছবি ‘রৈ রৈ বিনালে’-এর SGST অর্থ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান গরিমা শইকিয়া গর্গ। পাশাপাশি জুবিন গর্গের মৃত্যুর ন্যায়বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *