১৫ নভেম্বর : ১৪ নভেম্বর বিহারে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টির জন্য একটি বিপর্যয়ের দিন হিসাবে চিহ্নিত হচ্ছে। বিহারের ভোটে শোচনীয় পরাজয়ের পর দলের এক প্রার্থী প্রয়াত হয়েছে। নাম চন্দ্রশেখর সিং। গত ৩১ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোট গণনার সময় তিনি দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন। চন্দ্রশেখর ২,২৭১ ভোট পান এবং আসনটি হারান।
বিহার নির্বাচনের শোচনীয়ভাবে পরাজিত হয় ভোট কুশলী প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। একটিও আসন পায়নি দলটি। শুক্রবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই তিনি উদ্বেগের মধ্যে ছিলেন। খোঁজ নিচ্ছিলেন তাঁর কেন্দ্রের ফলাফলের উপর। তিনি হেরে যান বিপুল ভোটে। এরপরেই বিকেল ৪টা নাগাদ দ্বিতীয় বার হৃদরোগে আক্রান্ত হন চন্দ্রশেখর। এবার আর আর তাঁর প্রাণ বাঁচাতে পারলেন না চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। স্তব্ধ জন সুরাজের শিবিরও।
দলীয় সূত্রে খবর, প্রয়াত চন্দ্রশেখর সিং ছিলেন কুড়মুড়ি গ্রামের বাসিন্দা। পেশায় ছিলেন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক। তিনি এলাকার জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। অরাজনৈতিক পরিবার থেকে এসেও প্রশান্ত কিশোরের কাজে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে নামেন তিনি। এলাকার মানুষের বিশ্বাস, সেই সম্মান এবং গ্রহণযোগ্যতার জোরেই তাঁকে প্রার্থী করেছিল জন সুরাজ।


