সোনাতুলায় বিএসএফের উদ্যোগে যুবকদের জন্য প্রাক-নিয়োগ সমাবেশ
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : পাথারকান্দি ভারত-বাংলা সীমান্তবর্তী সোনাতলা বিএসএফ ক্যাম্পের ব্যবস্থাপনায় সম্প্রতি স্থানীয় বেকার যুবকদের নিয়ে একটি নিয়োগ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসন্ন কেন্দ্রীয় সরকারের এসএসসি জিডি পদের নিয়োগের জন্য অগ্রিম প্রস্তুতির জন্য একটি প্রাক নিয়োগ র্যালির আয়োজন করে সোনাতুলা বিএসএফ। পাক নিয়োগ র্যালি সোনাতলা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার ২৬ জন যুবক অংশগ্রহণ করে, তাদের মধ্যে মোট ২২ জন যুবক যোগ্য বলে বিবেচিত হয় এবং বাকি ০৪ জন যুবক শারীরিক দিক দিয়ে অযোগ্য হিসাবে বিবেচনা করা হয়।
পরীক্ষকের ভূমিকায় ছিলেন সোনাতুলা বিএসএফ ক্যাম্পের ইনচার্জ আরএস কুমাওয়াত।পরিশেষে আরএস কুমাওয়াত বলেন, ক্যাম্পিং এ স্থানীয় যুবকদের এসএসসি জিডি নিয়োগ ২০২৩ নিয়োগে অনেক সুবিধা হবে। এছাড়া তিনি যুবকদের নিয়োগ সম্পর্কিত সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন। এছাড়া তিনি অসম পুলিশ, আসাম রাইফেলস, সেনাবাহিনী সহ ফরেস্ট গার্ড নিয়োগ সম্পর্ক বিভিন্ন তথ্যও শেয়ার কর পাশাপাশি কীভাবে শারীরিক পরীক্ষায় পাস করবেন সে সম্পর্কে পরামর্শ প্রদান করেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।