১ জানুয়ারি থেকে রেশন বণ্টন না করার সিদ্ধান্ত ডিলারদের

বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : আগামী ১ জানুয়ারি থেকে ‘রেশন বন্ধ’ কার্যসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা অসম সুলভ মূল্যের ব্যবসায়ী সংস্থা। ডিলারদের সমস্যার কথা সংস্থা সরকারকে বারবার অবগত করার পরও কোনো সুরাহা বের না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ নিয়ে সংস্থার তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া স্মারকপত্রের প্রতিলিপি বৃহস্পতিবার জেলা আয়ুক্ত রোহনকুমার ঝা-কে প্রদান করা হয়।

এ ব্যাপারে সংস্থার রাজ্য কমিটির সদস্য মন্টু সাহা সংবাদ মাধ্যমকে জানান, তাঁরা বিভিন্ন বিষয় কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরে ডিসেম্বরের মধ্যে পূরণ করার দাবি জানিয়েছিল। কিন্তু আজ অবদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোন সাড়া পাননি। তিনি বলেন, তাদের সংস্থা বাধ্য হয়ে আগামী ১ জানুয়ারি থেকে রেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরের রেশন প্রদান করা হবে বলে জানান মন্টু। তবে এক্ষেত্রে কালো ব্যাজ পরিধান করে রেশন ডিলাররা সামগ্রী বণ্টন করবেন। তিনি আরও জানান, আগামী ১৬ জানুয়ারি অল ইন্ডিয়া ফেয়ার সোপ অ্যাসোসিয়েশনের ডাকে দিল্লির রামলীলা ময়দানে গোটা দেশের প্রায় দশ লাখ রেশন ডিলার  জড়ো হয়ে এক বিশাল ধরনা কর্মসূচি পালন করবেন। এই ধরনায় অসমের প্রতিনিধিরাও অংশ নেবেন।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News