দাসকলোনি-পঞ্চায়েত রোডে অসামাজিক কার্যকলাপ রুখতে বৈঠক স্থানীয়দের
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শিলচর দাসকলোনিতে বেড়ে উঠা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হলেন স্থানীয়রা। বাইরের থেকে আসা কিছু সংখ্যক যুবকের অবৈধ কার্যকলাপ দিনদিন বেড়েই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় দিনই ছেলেরা মাদকদ্রব্য সেবন করে রাতেরবেলা রাস্তায় মারধর করে। শুধু তা নয়, তাদের এহেন আচরণে ভদ্র ও নির্ভেজাল পুরুষ ও মহিলাদের রাস্তায় চলাফেরা সহ দাস কলোনি ও পঞ্চায়েত রোডে বসবাস করা লোকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এনিয়ে রবিবার রাতে অবধি দাস কলোনির জনগণ এক সভায় মিলিত হন।
সভায় প্রাক্তন পুর কমিশনার অসীম দাস (অপু) বলেন, পঞ্চায়েত রোড, দাস কলোনি, ন্যাশনাল হাইওয়ে রোড, অম্বিকাপট্টিতে বাইরের থেকে কিছু ছেলের অবৈধ কার্যকলাপ যেমন, জুয়া, মদ, ড্রাগস সেবন, মারধর, ছিনতাই বিগত কয়েক বছর থেকে ক্রমশ বেড়েই চলেছে। এইসব অবৈধ ও বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে আগামী প্রজন্মের এখানে বসবাস করা দুষ্কর হয়ে দাঁড়াবে, তাই প্রত্যেক গলির থেকে একজন সমাজের হিতে চিন্তা করার মতো মানুষকে একত্রিত করে আগামী কয়েক দিনের মধ্যেই দাস কলোনি -পঞ্চায়েত রোড নাগরিক ঐক্য সুরক্ষা কমিটি গঠন করা সহ এইসব অবৈধ কর্মকান্ডের বন্ধ করার দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি আবেদনপত্র দেওয়া একান্ত প্রয়োজন। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনু পাল, মুন্না মজুমদার, সুরজিৎ পাল, রামু কুমার দে, বিক্রম দে সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।