বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধার, আটক পাচারকারী সহ বিমান সংস্থার কর্মী
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : গাঁজা পাচার কার্যে জড়িত থাকার সন্দেহে ইন্ডিগো বিমান সংস্থার এক কর্মীকে আটক করা হল। সোমাবার আগরতলা বিমানবন্দর থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে ত্রিপুরা পুলিশ। আটক ব্যক্তির বয়ান মতে নেলসন জমাতিয়া নামে ইন্ডিগো বিমান সংস্থার এক কর্মীকে আটক করে।
রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের কড়াকড়ি মধ্যেই নেশা সামগ্রী পাচারকার্যের বেতাজ বাদসারা নিত্যনতুন ফর্মুলায় পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এবার সড়ক বা রেল পথে নয় সোজা আকাশ পথে গাঁজা পাচার করছে। এমনই এক কাণ্ড প্রকাশ্যে এল সোমবার। বিমানে করে গাঁজা পাচার করার সময় ত্রিপুরার এয়ারপোর্ট থানা পুলিশের হাতে এক গাঁজা পাচারকারী সহ সাহায্যকারী ধরা পড়ল। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে সোমবার দুপুরে আগরতলা এয়ারপোর্ট থানার ওসি দলবল নিয়ে অভিযান চলিয়ে মহারাজা বীর বিক্রম বিমান বন্দর থেকে প্রথমে সুধীর দেববর্মা নামে এক গাঁজা পাচারকারীকে হাতেনাতে আটক করেন। তার ব্যাগ থেকে কুড়ি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার কালোবাজারী মূল্য প্রায় দু’লক্ষ টাকার মত হবে। পরে ধৃতকে জেরা করে এতে জড়িত ইন্ডিগো বিমান সংস্থার নেলসন জমাতিয়াকে পুলিশ আটক করে।
ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পাশাপাশি এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃত দের থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এনসিসি এসডিপিও। মঙ্গলবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আগরতলা বিমান বন্দর থেকে বিমানযোগে বিগত দিনেও বার্মিজ সুপারি সহ গাঁজা পাচারের অভিযোগ উঠে।