আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের মেডিক্যাল ক্যাম্প

বরাক তরঙ্গ, ২৫ নভেম্বর : আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হল। শনিবার সকাল দশটা থেকে শিলচর জেল রোডে আসাম রাইফেল্সের শিলচর ২ নং মেইন্টেনেন্স গ্ৰুপ প্রাঙ্গনে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসাম রাইফেল্সের অবসরপ্রাপ্ত কর্মচারী তথা পেনসন প্রাপ্ত পরিবার বর্গের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।

আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের মেডিক্যাল ক্যাম্প

এ দিন সভায় কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং ডিমাহাসাও জেলা থেকে আগত প্রায় ৫০০ জন অবসরপ্রাপ্ত আধিকারিক ও সৈনিক, ১৫০ জন বীর শহিদ পত্নী (বীর নারী) ও ১৫০ জন মৃত পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দিয়ে সম্মান জানান হেড কোয়াটার মহাপরিদর্শক আসাম রাইফেল্স (পূর্ব)-এর ডেপুটি আইজি ব্রিগেডিয়ার অনুজ উপাধ্যায়, কমান্ডেন্ট কর্নেল পঙ্কজকুমার সুউল, কর্নেল কেশব ছেত্রী, কমান্ডেন্ট সুশান্ত বন্দ্যোপাধ্যায়, মেজর দিব্যেন্দু পাল, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বিমলেশ কুমার প্রমুখ। পাশাপাশি মেডিসিন, চক্ষু ও দন্ত চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আসাম রাইফেল্স এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি তথা অবসরপ্রাপ্ত সুবিদার মেজর প্রদীপকান্তি দাস ও সম্পাদক তথা অমিওকুমার দাস।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News