জাতীয় সড়ক সুরক্ষা মাসে  নেতাজি ছাত্র যুব সংস্থার মাসব্যাপী কর্মসূচির শুরু

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : জাতীয় সড়ক সুরক্ষা মাস ২০২৬ উপলক্ষে ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কাছাড় জেলায় একাধিক সড়ক সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা (NCYS)-এর উদ্যোগে এবং কাছাড় জেলা সড়ক সুরক্ষা কমিটি ও রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর-এর সহযোগিতায় এই কর্মসূচিগুলি আয়োজন করা হচ্ছে।

এই মাসব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে আয়োজিত শিলচর গান মেলা মঞ্চে জাতীয় সড়ক সুরক্ষা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন রক্তিম বরুয়া, অতিরিক্ত জেলা আয়ুক্ত (ADC), কাছাড় তথা ধলাই কো-ডিস্ট্রিক্ট কমিশনার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অঙ্গীকার বরগোহাঁই, জেলা পরিবহন আধিকারিক, কাছাড় এবং পরিবহন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন সন্ধ্যা চক্রবর্তী ও অনামিকা পাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গান মেলা কমিটির নির্বাহী সভাপতি লায়ন অরিন্দম ভট্টাচার্য, লায়ন সাক্ষী ভট্টাচার্য, অরুন্ধুতি দত্তরায়, বিশ্বরাজ ভট্টাচার্য, নেতাজি ছাত্র যুব সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস, প্রকল্প সমন্বয়ক রুহিত দাস সহ বহু বিশিষ্ট অতিথি ও সমাজকর্মীরা।

সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে গান মেলায় আগত শিল্পী ও দর্শনার্থীদের মধ্যে সড়ক সুরক্ষা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এই প্রচারাভিযানে হেলমেট ও সিটবেল্টের বাধ্যতামূলক ব্যবহার, গতিসীমা মেনে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো এবং দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধভাবে যানবাহন চালানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের মতে, জাতীয় সড়ক সুরক্ষা মাস পালনের মূল উদ্দেশ্য হল সকল নাগরিকের নিরাপদ ও সুরক্ষিত যাতায়াত নিশ্চিত করা, বিশেষত উৎসব ও জনসমাগমপূর্ণ সময়ে দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করা। উল্লেখ যে , নেতাজি ছাত্র যুব সংস্থার এই মাসব্যাপী সড়ক সুরক্ষা কর্মসূচিতে কাছাড় জেলা পরিবহন বিভাগ ও রোটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সক্রিয় সহযোগিতা একটি শক্তিশালী সামাজিক ও প্রশাসনিক সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *