সামাজিক কাজে ট্যাক্স, প্রতিক্রিয়া এসইউসিআই-র
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : বিজেপি পরিচালিত রাজ্য সরকার সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান, উৎসব, রাজনৈতিক সভা-সমিতি, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে বিভিন্ন কাৰ্যসূচীর অনুমতির ক্ষেত্রে অত্যধিক মাত্ৰায় কর ও মাশুল আরোপ করার যে সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এর বিরুদ্ধে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ করে এসইউসিআই (কমিউনিষ্ট) দলের অসম রাজ্য কমিটি।
এনিয়ে বৃহস্পতিবার রাজ্য সম্পাদক চন্দ্ৰলেখা দাস এক প্ৰেস বার্তায় বলেন, এই সরকার আৰ্থিক সঙ্কট মেটানোর নামে ইতিমধ্যে অতি উচ্চ হারে পুরকর, টোল ট্যাক্স, জমির খাজনা, সম্পত্তি কর, যান-বাহনের কর, আবগারী করের বোঝা চাপিয়ে দিয়ে জনসাধারণকে শোষণ করছে। যদিও সংকীৰ্ণ ভোটের রাজনীতির স্বার্থে হিতাধিকারী সৃষ্টি এবং অমৃত কলস, অমৃত বৃক্ষ, বিহু নৃত্যের বিশ্ব রেকৰ্ড, রাজ্যের বিভিন্ন স্থানে কেবিনেট মিটিং ইত্যাদিতে অৰ্থহীন কাজে সরকারি রাজকোষের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সরকার পুনরায় জনসাধারণের কাছ থেকে সামাজিক কাজের অনুমতি নেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক হারে কর ও মাশুল ধাৰ্য করেছে। উচ্চ হারে মাশুল আরোপের মধ্য দিয়ে সামাজিক কাজের পাশাপাশি বিরোধী রাজনৈতিক কাৰ্যকলাপ বন্ধ করে দেশে ফ্যাসীবাদ প্ৰতিষ্ঠার নীল নক্সা রচনা করা হচ্ছে। বিজেপি সরকারের এই ফ্যাসিবাদী পরিকল্পনা যেকোনো মূল্যে প্ৰতিহত করতে হবে।
সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জোরালো দাবি জানানোর পাশাপাশি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে সমস্ত বাম-গণতান্ত্ৰিক দল, সংগঠনের সঙ্গে সকল স্তরের শুভবুদ্ধিসম্পন্ন জনসাধারণের প্রতি ঐকান্তিক আবেদন জানানো হয়।