শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে কল্পতরু উৎসব উদযাপন, হাজারো ভক্তের সমাগম

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে বৃহস্পতিবার বিকেল থেকে কল্পতরু উৎসব উপলক্ষ্যে অগণিত ভক্তের ঢল নেমেছে। বছরের শুরুতেই এই আধ্যাত্মিক উৎসবে প্রায় দশ হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা গেছে। বিশেষ নিয়ম-কানুন মেনে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, যার মধ্যে ছিল মঙ্গলারতি, পূজাপাঠ এবং প্রসাদ বিতরণ।সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ ভক্তদের উদ্দেশ্যে বলেন, “১৮৮৬ সালের ১ জানুয়ারি থেকেই এই উৎসবের সূচনা। এই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণপরমহংসদেব নিজেকে ঈশ্বরের অবতার ‘কল্পতরু’ হিসেবে ঘোষণা করেন। ভক্তদের বিশ্বাস, এই দিন মন থেকে চাইলে সব ইচ্ছা পূর্ণ হয়।”তিনি বিস্তারিত বর্ণনা দেন, উত্তর কলকাতার কাশীপুরের বাগানবাড়িতে চিকিৎসাধীন ঠাকুর গলার ক্যান্সারে ভুগছিলেন। পয়লা জানুয়ারি সুস্থ বোধ করে বাগানে হাঁটতে গিয়ে তাঁর বিশেষ শিষ্য, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে প্রশ্ন করেন, “তোমার কী মনে হয়, আমি কে?” গিরিশচন্দ্র উত্তর দেন, “আপনি মানবকল্যাণের জন্য মর্ত্যে অবতীর্ণ ঈশ্বরের অবতার।” এ কথায় ঠাকুর বলেন, “আমি আর কী বলব? তোমাদের চৈতন্য হোক।” এরপর তিনি সমাধিস্থ হয়ে প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন, যার ফলে সকলের অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হয়।

বৃহস্পতিবার সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছিলেন। বিকেল ৩টা থেকে উৎসব শুরু হয়ে বিকেল ৪টায় প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছরের মতো এবারও ব্যাপক ভক্ত সমাগম ঘটেছে, যা শিলচরের আধ্যাত্মিক পরিবেশকে আরও সমৃদ্ধ করেছে। স্বামী গণধীশানন্দজী মহারাজ এই উৎসবের মাধ্যমে রামকৃষ্ণ ভাবাদর্শের প্রচারের গুরুত্ব তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *