দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : রাখাল খালেরপার তারাপুর গ্রাম পঞ্চায়েতের ২২৮ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক বলেন, নতুন কেন্দ্রটি এই অঞ্চলের গ্রাসরুট উন্নয়নে শিশু-কিশোরীদের পুষ্টি, প্রাক-প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।
সভায় শিলচর ব্লক মণ্ডল সভাপতি পিকলু দাস, জিপি সভাপতি কানু রঞ্জন দাস, পীযূষ কান্তি পাল, এপি সদস্য সঙ্গীতা সেন, ল্যান্ড ডোনার রণজিৎ নাথ, জিপি সহ-সভাপতি সমিতা সিনহা, বিশিষ্ট সমাজসেবী ফুলকুমার নাথ ও আলপনা নাথ উপস্থিত ছিলেন। সকলে ল্যান্ড ডোনেশন ও নির্মাণকাজে অবদানরত ব্যক্তিদের প্রশংসা করে সম্মানিত করেন। এই অংশগ্রহণ স্থানীয় সমাজসেবী মনোভাবকে তুলে ধরে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আইসিডিএস প্রকল্পের অংশ হিসেবে গ্রামীণ শিশুদের সুস্থ উন্নয়ন নিশ্চিত করে, যা শিলচরের তারাপুর এলাকায় শিশুকেন্দ্রিক সেবা জোরদার করবে। বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ স্থানীয় নেতারা আসাম সরকারের গ্রাসরুট উন্নয়নকে প্রাধান্য দিচ্ছেন। সভায় সকলে ভবিষ্যতে আরও এমন প্রকল্পের আহ্বান জানান।



