বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : প্রতি বছরের ন্যায় এবছরও ১ জানুয়ারি শিলচর কলেজ রোডস্থিত অভিনব ক্লাব প্রাঙ্গণে রামকৃষ্ণ পাঠচক্র (সেন্ট্রাল) -এর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার কল্পতরু উৎসব বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্যে পালন করা হয়।
এদিন সকাল থেকে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব,মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ রামকৃষ্ণের কথামৃত পাঠ, ধর্মীয় সঙ্গীত ও ভজন পরিবেশন এবং উপস্থিত ভক্তবৃন্দ সহ অগণিত ভক্তদের মধ্যে খিচুরি প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়। বক্তব্যে সহ-সভাপতি গোপাল চন্দ্র ভট্টাচার্য্য বলেন,নাম নয়, অর্থ নয়, প্রতিপত্তি নয়, যশ নয়, খ্যাতি নয়, সেদিন পরমহংস শ্রীশ্রী রামকৃষ্ণ ঠাকুর সকলকে চৈতন্য দিয়েছিলেন। সেই দিনটি ছিল ১৮৮৬ সালে ১ জানুয়ারি ,যেদিন তিনি কল্পতরু হয়েছিলেন। প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হল স্বর্গের একটি বিশেষ বৃক্ষ। যার কাছে ভাল বা মন্দ যা চাওয়া হয়, তাই মেলে। আক্ষরিক অর্থ অনুযায়ী কল্প কথার অর্থ ইচ্ছে, ও তরু শব্দের অর্থ বৃক্ষ,অর্থাৎ যে গাছ মানষের ইচ্ছেকে পর্ণ করে সেই হল কল্পতরু। সম্পাদক সুদীপ দাস বলেন,একই নিয়ম ও রীতি মেনে কল্পতরু উৎসব পালন করা হয় শিলচর রামকৃষ্ণ পাঠচক্র (সেন্ট্রাল)-এ। এই বিশেষ দিনে বিশেষ পূজা পাঠ হয়ে থাকে। এখানে আজকের এই দিনটিতে ভগবান শ্রী রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন এই সময় এমন একটা ভাব ধারণ করেছিলেন যে, যে যা প্রার্থনা করেছিলেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবই তিনি দান করেছিলেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সভাপতি চম্পা লাল রায়, কার্যকারী সভাপতি বীরেন্দ্র কুমার দাস, দুই উপদেষ্টা পুরনোৎ কুমার চৌধুরী ও সুশীল কুমার কর প্রমুখ।



