রতনপুর বার্ষিক শনিপূজ ১৮ নভেম্বর
বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : প্রতি বছরের ন্যায় এবছরও তাপাং জিপির বর্ষাঙ্গন রতনপুরের সর্বজনীন শ্রীশ্রী শনিপূজা কমিটির ব্যবস্থাপনায় বার্ষিক শনিপূজার আয়োজন করা হয়েছে। এদিন রতনপুর সর্বজনীন শনিপূজা কমিটির সভাপতি সজলকান্তি দাস বলেন, জ্যোতিষ অনুসারে, শনির দিনে সঠিক উপায় পুজো না করলে শনিদেব অসন্তুষ্ট থাকেন। হিন্দু ধর্মে, শনিবার ভগবান শনিকে উৎসর্গ করা হয়। সাধারণত, ন্যায়ের দেবতা হিসেবে মানা হয়। তাই মানুষ তার কর্মের ফল পান নিজগুণেই। সেইভাবে নির্ধারণ হয় ভবিষ্যতও। আগামী ১৮ নভেম্বর তথা শনিবার সব ধরনের সনাতনী নীতি-নিয়ম মেনে তাপাং জিপির বর্ষাঙ্গন রতনপুরের সর্বজনীন শ্রীশ্রী শনি পূজা কমিটির উদ্যোগে বার্ষিক শনিপূজার আয়োজন করা হয়েছে।
ওইদিন সকালে যাত্রাপালা, শান্তি যজ্ঞ ও শনিপূজার্চনা সহ উপস্থিত ধর্মপ্রাণ ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ প্রভৃতি অনুষ্ঠান থাকবে। সেই সঙ্গে যেহেতু তিনি রতনপুর মাদক নিবারন কমিটির সভাপতি তাই কাছাড় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের ও বিশেষভাবে ধোয়ারবন্দ থানার পুলিশ আধিকারিকের কাছে বিনম্র অনুরোধ জানান, শনিপূজায় যাতে কোনো ধরণের বাধা-বিঘ্ন সৃষ্টি না ঘটে। এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই পুরহিত বিশ্বজিৎ চক্রবর্তী ও মিহির চক্রবর্তী এবং রতনপুর সর্বজনীন শনিপূজা কমিটির সহসভাপতি সুখলাল দাস, সাধারণ সম্পাদক সুমেন্দ্রচন্দ্র দাস, সম্পাদক সঞ্জীব দাস, কার্যকরী সদস্য পরিমল দাস, ভোলানাথ দাস, জগদীশ দাস, সুকমল দাস, প্রদীপ দাস, সৌরভ দাস, অধীর দাস, বিষ্ণুপদ দাস, অসীম দাস, ভুবন দাস, শ্যামলাল দাস, নীহাররঞ্জন দাস, রামলাল দাস, অভিজিৎ দাস, ধৌদেন্দ্র দাস, রাজন দাস, মিথিন্দ্র দাস প্রমুখ।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।