হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু শিক্ষিকা শতরূপা দাসের, শোক

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : অকালে চলে গেলেন ১৮২ নং শ্যামনগর এলপি স্কুলের সহকারী শিক্ষিকা শতরূপা দাস। বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে পরপারে পাড়ি দিলেন শতরূপা। ভাঙ্গার মহাকলের আদি বাসিন্দা বর্তমান করিমগঞ্জ শহরে বসবাসকারী পূর্ণেন্দু দাসের একমাত্র মেয়ে ছিলেন প্রয়াত শতরূপা।

দুদিন ধরে টেট শিক্ষিকা শতরূপা জ্বরে ভুগছিলেন। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি  চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ হয়। মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাঁর অকাল মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি রেখে গেছেন মা,বাবা ও কনিষ্ঠ দুই ভ্রাতা সহ অনেক গুনমুগ্ধ আত্মীয় স্বজন।

Author

Spread the News