দীপাবলি রাতে ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা, লুটপাট
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : ঘরে কেউ না থাকার সুযোগে চোরের দল হানা দিয়ে হাতিয়ে নিল লক্ষাধিক টাকা সহ স্বর্ণালঙ্কার। চুরি কাণ্ডটি সংঘটিত হয় ত্রিপুরার আমতলী থানা অধীন উত্তমভক্ত চৌমুনীর ঠাকুরপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে। সিসিটিভি ফুটেজ হাতে নিয়ে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। জানা গেছে, রবিবার রাতে ওই এলাকার দেবনাথ নার্সারীর মালিক দুলাল দেবনাথ পরিবারের সবাই কালীপূজা দেখতে বেরিয়ে পড়েন। আর এই সুযোগে রাতে একদল চোর দেবনাথ বাড়ির দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে হাত সাফাই অভিযান চালিয়ে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা সহ আনুমানিক দু’লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।
ঘটনার পর বাড়ির মালিক দুলালবাবু যখন ঘরে পৌছে বিষয়টি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে আমতলী থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। পরে সিসি টিভির ফুটেজের সুত্র ধরে তদন্তে শুরু করেছে স্থানীয় পুলিশ।