আজমলে আপত্তিজনক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার শিলচর প্রেস ক্লাবের
বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ক্যামেরাম্যানকে নিয়ে সাংসদ বদরুদ্দিন আজমলে আপত্তিজনক মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাল শিলচর প্রেস ক্লাব। রবিবার ক্যামেরাম্যানকে নিয়ে সাংসদ বদরুদ্দিন আজমলে আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত। সভায় বিভিন্ন সাংবাদিকরা নিজ বক্তব্যে বদরুদ্দিন আজমল এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান
তৎসঙ্গে রাজ্যের পুলিশ সঞ্চালক প্রদান জিপি সিং এর কাছে দাবি জানান যে শীঘ্রই এই ব্যাপারে পুলিশ প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে।
নতুবা সাংবাদিকরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। বক্তব্য রাখতে গিয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে বলেন, এআইইউডিএফ সুপ্রিম বদরুদ্দিন আজমল ও মওলানা যেভাবে সাংবাদিকদের প্রাণে মারার নির্দেশ দিয়েছেন তা লজ্জাজনক ব্যাপার। তিনি আরও বলেন, বদরুদ্দিন আজমল বলেছেন পুলিশ তিনি সামলাবেন এবং যেখানে সাংবাদিক কে পাওয়া যাবে সেখানে যেন তাদেরকে মারা হয় এই মন্তব্য করায় সাংবাদিক মহল থেকে তীব্র ভাষায় ধিক্কার জানান বদরুদ্দিন আজমলকে।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর বদরুদ্দিন আজমলকে এই মন্তব্য করায় তাকে শাস্তি প্রদান করার জন্য।
শংকর দে বলেন এআইইউডিএফের সংবাদ থেকে বিরত থাকার জন্য সাংবাদিকদেরকে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, বদরুদ্দিন আজমল কে লিখিতভাবে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে হবে।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।