কালীপুজোয় এবারও বিশেষ চমক দেখাতে প্রস্তুত পাথারকান্দি স্বামী বিবেকানন্দ ক্লাব
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : রাত পোহালে আলোর উৎসব দিবাবলী। তাই দ্রুত গতিতে চলছে ৬০ ফুট উচ্চতা ও ৫০ ফুট প্রশস্ত বিশাল মণ্ডপ নির্মাণের কাজ। করিমগঞ্জ জেলার প্রান্তিক শহর পাথারকান্দিতে কালীপুজোয় এবার চমক দেখাতে তৈরি পাথারকান্দি অন্যতম সামাজিক সংস্থা স্বামী বিবেকানন্দ ক্লাব। এবার তাঁদের ক্লাবের পূজা দীর্ঘ ৩৪ পেরিয়ে ৩৫ বর্ষে পা রেখেছে। এতে আয়োজনের শেষ নাই এমনিতেই প্রতিবারই ক্লাবের পুজা সাত্বিকতার সঙ্গে পূজা করে আসছে। অন্যান্য বার থেকে এবার শক্তি মায়ের আরাধনায় সাত্বিকতার সঙ্গে প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জায় ও নতুনত্ব এনে কালীপুজোয় বিশেষ চমক দেখাতে মরিয়া হয়ে উঠেছে স্বামী বিবেকানন্দ ক্লাব। হাতে সময় নেই তাই বর্তমানে আয়োজক কমিটির কর্মকর্তারা ঘরে বসে নেই। এবারও পাথারকান্দি রেলস্টেশন সংলগ্ন স্থানে যুদ্ধকালীন তৎপরতায় বিশাল মণ্ডপ নির্মাণের কাজ চলছে। বিশাল মণ্ডপের নির্মাণের দায়িত্বে রয়েছে পাথারকান্দির স্থানীয় মাতৃ ডেকোরেটসের কর্ণধার তথা ক্লাব সদস্য মণি শুক্লবৈদ্য ও বিনয় সরকারের শৈল্পিক ছোঁয়ায় প্রায় ৬০ ফুট উচ্চতা ও ৫০ ফুট প্রশস্ত বিশাল আকারের এই মণ্ডপ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে।
এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুজো কমিটির সম্পাদক পিনাক দাস সংবাদ মধ্যেমকে জানান প্রতি বছরই এই ক্লাব কালীপুজো দেখতে বের হওয়া হাজার হাজার দর্শনার্থীদের কোন না কোন নতুনত্ব উপহার দিয়ে আসছে ক্লাব কর্তৃপক্ষ। তাই এবারও এর ব্যতিক্রম হবে না। বর্তমান সময়ে চরম আকারধারণ করছে মূল্যবৃদ্ধি। এরমধ্যে প্রায় বার লক্ষাধিক টাকার বাজেট নিয়ে অগ্রসর হওয়া এই পুজোর প্রায় ১০ ফুট উচ্চতার প্রতিমা গড়ছেন স্থানীয় মৃৎ শিল্পী শিল্পা আচার্য। এছাড়াও তিনি এও বলেন, প্রতিবারের ন্যায় এবার ও শক্তিমায়ের আরাধনা হবে সাত্বিকতায়। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ সেলফি পয়েন্ট এতে পুজায় আশা দর্শনার্থীরা প্যান্ডেলের সৌন্দর্য উপভোগ করার সাথে নিজ নিজ সেলফোনে ছবি তোলে স্মৃতি হিসেবে সংগ্রহ করে রাখতে পারবেন আয়োজকদের এমনটাই দাবি।
এদিকে, আলোর এই উৎসবকে সামনে রেখে সম্প্রতি বিক্রম সিংকে সভাপতি ও পিনাক দাসকে সম্পাদক পদে মনোনীত করে একটি পুজো পরিচালন কমিটি গঠন করা হয়েছে। এতে উপ-সভাপতি হিসেবে সঞ্জীব মালাকার, অশোক দাস ও সদস্য হিসেবে রাহুল দাস, পল্লব দাস, বিজয় বণিক, অমিত রবিদাস, কৃষ্ণ দেবনাথকে মনোনীত করা হয়। এককথায় পাথারকান্দিতে দীর্ঘ ৩৫ বর্ষে পা রাখা এই পুজো এবার ও দর্শনার্থীদের মূল কেন্দ্র বিন্দুতে থাকবে বলে দাবি করেন আয়োজক সহ ক্লাব কর্তৃপক্ষ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি করিমগঞ্জ।