মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : শিলচর শহরতলির ছোট দুধপাতিলের এক নাবালিকাকে ধর্ষণ ও একান্ত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার দায়ে অভিযুক্ত যুবককে অবশেষে আটক করল কাছাড় পুলিশ। মঙ্গলবার সকালে কুম্ভিরগ্ৰাম বিমানবন্দর থেকে তাকে পুলিশ আটক করে। গত ১৫ ডিসেম্বর থানায় অভিযোগ দায়েরের পরেই পলাতক ছিল যুবক। জানা গিয়েছে, সে গোয়ায় গিয়ে আত্মগোপনে ছিল। পুলিশের চাপের মুখে মঙ্গলবার সে শিলচরে ফেরে এবং বিমানবন্দর থেকেই পুলিশ তাকে আটক করে। এই ঘটনায় অভিযুক্তের বাবা আগেই গ্ৰেফতার করেছিল শিলচর পুলিশ।
উল্লেখ্য, বিশ্বাস পদবীর ওই যুবকের বিরুদ্ধে ১৭ বছরের এক নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে ধারাবাহিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ ছিল। নাবালিকার পরিবারের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পকশো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
নাবালিকার অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ছেলে প্রথমে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিশ্বাস অর্জন করে। পরে গোপনে তার আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে এরপর সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং পরিবারকে ক্ষতি করার ভয় দেখিয়ে মেয়েটিকে হোটেলে যেতে বলে কিন্তু মেয়েটি তার কথামতো হোটেলে না যাওয়ায় ইনস্টাগ্রামে একাধিক ফেক অ্যাকাউন্ট বানিয়ে তার নগ্ন ছবি সহ বহু আপত্তিকর ভিডিও ভাইরাল করে দেয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।



