একলব্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিজয়া সম্মেলন
বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : শিলচর সুভাষ নগরের অরবিন্দ রোডের বিজয় কৃষ্ণ ধামে একলব্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রবিবার বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে প্রথমে একে অপরকে মিষ্টিমুখ করান। এছাড়া শিলচর অম্বিকাপট্টির সেনগুপ্ত নিবাসে নিজেই দুর্গা মূর্তি বানিয়ে পুজো করা যুবক দেবারণ সেনগুপ্তকে একলব্য ওয়েলফেয়ার সোসাইটির তরফে সম্মান জানানো হয়।
এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সোসাইটির কর্মকর্তারা জানান, সমাজ সেবামূলক কাজের মনোভাব নিয়ে সম্প্রতি এই সোসাইটি গঠন করা হয়েছে। পুজোর আগে বস্ত্র বিতরণের পাশাপাশি পূজার সময় দর্শনার্থীদের মধ্যে পানীয়জল বিতরণ করেছেন। আগামীতে এভাবে সমাজসেবামূলক কাজকর্ম অব্যাহত থাকবে বলে জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সজল ভট্টাচার্য, শঙ্কর দাস, মিহির পুরকায়স্থ, অসীম বিশ্বাস, সজল দেব প্রমুখ। এদিকে, সোসাইটির তরফে সংবর্ধনা পাওয়া যুবক দেবারুণ সেনগুপ্ত মিছিলের মাধ্যমে বিভিন্ন পথ পরিক্রমা করে নিজ বাড়িতে যান।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।