মালুগ্রামে পানীয়জল সঙ্কট আন্দোলনে নামছেন নাগরিকরা, গঠন স্টিয়ারিং কমিটি
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : বৃহত্তর মালুগ্রামে পানীয়জল সঙ্কট দূর করতে আন্দোলন গড়ে তুলতে গঠন করা হল স্টিয়ারিং কমিটি। শনিবার এই জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে মালুগ্রাম শিলচরে এক বিবাহ ভবনে ‘ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)’ ডাকে এক ‘নাগরিক সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ নাগরিক অশিতরঞ্জন দত্ত। বৈঠকের বিষয় বাসুদেব শর্মা স্থাপন করেন যিনি এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের অবহেলার বিষয়ে তাঁর অভিযোগও জানিয়েছেন। বক্তব্যে প্রাক্তন শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান সান্তনু দাস এবং সমাজকর্মী আশু পাল বিভিন্ন তথ্য তুলে ধরেন। বৃহত্তর মালুগ্রাম এলাকাকে এমনভাবে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয় বলে মত ব্যক্ত করেন।
এ ছাড়া বক্তব্য রাখেন “ইয়াসি” কেন্দ্রিয় সভাপতি সঞ্জীব রায়, ভ্যানগার্ড ক্লাবের সভাপতি নীলোৎপল সোমচৌধুরী, উদয়ন সংঘ ক্লাবের কল্যাণ ধর, আইনজীবীি ভাস্কর ভট্টাচার্য, শিক্ষাবিদ অমিত চক্রবর্তী, সমাজকর্মী নবেন্দু বণিক প্রমুখ। সভায় প্রত্যেক বক্তাই পিএইচই বিভাগের ব্যর্থতা এবং বৃহত্তর মালুগ্রাম অঞ্চলের প্রতি এর অজ্ঞতার বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন শুরু করার জন্য সম্মতি দেওয়া হয়েছে। বক্তব্য শেষে গঠন করা হয়েছে ‘স্টিয়ারিং কমিটি’ যা আন্দোলন পর্যবেক্ষণ করবে।
আশু পাল ও সঞ্জীব রায়কে সর্বসম্মতিক্রমে কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান মনোনীত করা হয়। এ ছাড়া সান্তনু দাস, বাসুদেব শর্মা, নীলোৎপল সোম, অমিত চক্রবর্তী, জ্যোতি প্রকাশ ভট্টাচার্য, কল্যাণ ধর, দিলীপ বারোই এবং বন্দিতা ত্রিবেদী রায়কে সক্রিয় সদস্য হিসেবে মনোনীত করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আগামি ১ নভেম্বর , কাছাড়ের জেলা আয়ুক্তকে একটি স্মারকলিপি দেওয়া হবে এবং অনুলিপিগুলি মুখ্যমন্ত্রী, পিএইচই মন্ত্রী এবং বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগকে পাঠানো হবে। পিএইচই-কে একটি সময়সীমা নির্দিষ্ট করা হবে এবং বৃহত্তর মালুগ্রাম এলাকার জল সঙ্কট অবিলম্বে সমাধান করা না হলে স্টিয়ারিং কমিটি, এলাকার সমস্ত সংগঠন, ক্লাব এবং সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে পিএইচই অফিস ঘেরাও করবে এবং তারপরে আরও কঠোর ও শক্তিশালী আন্দোলন শুরু করা হবে।
সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা হলেন প্রণব দত্ত, কৌশিক দে, অশোককুমার চৌধুরী, সুব্রত চৌধুরী, অমিত নাগ, চন্দ্রা রায়, আপন ভট্টাচার্য, বিধান সিংহ, কার্তিক বণিক, জোদু গোপাল চ্যাটার্জি, সত্যজিৎ বোস, পিকলু শীল, বোলাই দেবনাথ প্রমুখ।