অরুণোদয় প্রাপ্ত মহিলারা শংসাপত্র আনতে সমস্যার মুখে
বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : দ্বিতীয় দফার অরুণোদয় প্রকল্পের প্রকাশিত তালিকা নিয়ে বেশ সমস্যার মুখে পড়েছেন সুবিধা প্রাপকরা। তালিকায় নাম থাকা মহিলারা অরুণোদয় শংসাপত্র আনতে গিয়ে বিপাকে পড়ছেন। কেননা নির্দিষ্ট ব্লক বা পুরসভার অধীন মহিলাদের নাম অন্য ব্লকের তালিকা রয়েছে। হলে শংসাপত্রটি আনতে গিয়ে কষ্টের মুখে পড়তে হচ্ছে তাদের।
সোনাই ব্লকের অধীন ৩০১৯ জন মহিলা এই সুবিধা পেয়েছেন এরমধ্যে সোনাই অঞ্চলের বহু মহিলার নাম রয়েছে অন্য ব্লকের তালিকায় একইভাবে সোনাই ব্লকের তালিকায় রয়েছে অন্যান্য অঞ্চলের মহিলাদের নাম। এতে শংসাপত্র গ্রহণ করতে দূর দূরান্ত থেকে সোনাই ব্লকে আসা মহিলারা উল্টো খরচের মধ্যে পড়ে গেছেন। সোনাই ব্লকে প্রথম দফায় ২৬ অক্টোবর পর্যন্ত ১৮০০ জন মহিলার হাতে শংসাপত্র তুলে দেন। ২৭ তারিখ থেকে দ্বিতীয় দফা বণ্টন কর্মসূচি শুরু হয়েছে। ব্লকের অধীন জিপিগুলির পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যারদরুন সুবিধা প্রাপকরা বাড়তি সুযোগ পেয়েছেন। এদিকে ব্লক কর্তৃপক্ষ এখন পর্যন্ত যারা শংসাপত্র নেননি শীঘ্রই তা নেওয়ার জন্য আহ্বান জানান।
এদিকে সোনাই পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন একই সমস্যায় ভুগছেন। বলেন, যেসব প্রকৃত সুবিধাপ্রাপক এর নাম দিয়েছিলেন সবাই ফোন পেয়েছেন বলে তাকে জানিয়েছেন। কিন্তু তাঁদের কাছে আসা তালিকায় আবার অনেকের নাম নেই। এতে তিনি বুঝতে পেরেছেন তাদের নাম শিলচর পুরসভা এলাকার তালিকায় ঢুকেছে। তিনি বলেন, তাঁদের কাছে আসা তালিকায় প্রায় ১২০ জনের নাম রয়েছে।