প্রেম! চুরাইবাড়িতে আটক চার সন্তানের বাংলাদেশী মহিলা

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : প্রেম যে কোন বাধা মানে না তা ফের প্রমাণ করলেন বাংলাদেশের চার সন্তানের মহিলা। প্রেমের টানে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে আটক বাংলাদেশের চার সন্তানের জননী। পুলিশ ওই বাংলাদেশি মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মামলা দায়ের করে। ঘটনাটি ত্রিপুরার চুরাইবাড়িতে ঘটে। জানা যায়, বুধবার রাত দশটা নাগাদ চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের কাছে খবর আসে পূর্ব ফুলবাড়ি গ্রামের মোঃ নুর জালাল ওরফে সাদ্দামের বাড়িতে এক অবৈধ বাংলাদেশি মহিলা রয়েছে। সঙ্গে সঙ্গে থানার পুলিশ বাহিনী ওই মহিলাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে পুলিশ আসার খবর পেয়ে কবিরাজ তথা ফুলবাড়ির বাসিন্দা নুর অন্যত্র গা ঢাকা দেয়।

এদিকে আটক এই বাংলাদেশি মহিলার নাম ফাতেমা নুসরত (২৩)। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের শিলুয়া গ্রামে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা জানায়, মোহাম্মাদ নুর কবিরাজির সূত্রে বাংলাদেশের যেতেন এবং পরবর্তী সময়ে তার সঙ্গে পরিচয় হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অথচ এই মহিলার বাংলাদেশে চার বছরের সন্তানসহ স্বামী ও শাশুড়ি সকলেই রয়েছে। বিগত পনেরো দিন ধরে অবৈধ ভাবে ভারতে এসে পূর্ব ফুলবাড়ি এলাকায় ঐ কবিরাজের সঙ্গে স্ত্রী হিসেবে বসবাস করতে থাকে। অপরদিকে স্থানীয় থানার পুলিশ পাসপোর্ট অ্যাক্টে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পলাতক কবিরাজের খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ বলে জানিয়েছেন ওসি সমরেশ দাস।

Author

Spread the News