বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না! একজন সন্ন্যাসীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। শিলচর রংপুর চতুর্থ খণ্ড আঙ্গারজুর নিবাসী সন্ন্যাসী ক্ষুদিরাম দাস দীর্ঘ দিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। তাঁর স্ত্রী জয়ারানি দাস এক আবেদনপত্রে জানান, স্বামী ক্ষুদিরাম দাস দীর্ঘ দিন ধরে গলা অর্থাৎ কন্ঠনালীতে টিউমার হওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁরা সামর্থ্য অনুযায়ী প্রাথমিক চিকিৎসা করান যদিও এক সময় কন্ঠনালীতে থাকা টিউমারটি ফেটে যায়। তারপর থেকে তিনি স্বাভাবিক ভাবে কোনো ধরনের খাদ্য খেতে পারেন না। বর্তমান লিক্যুইড খাদ্য তাকে দেওয়া হয়েছে। ডাক্তারের পরামর্শমতে তড়িতগতিতে অপারেশন করতে হবে। এরজন্য অনেক অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা যোগার করা অসম্ভব। তাই সকল মানবতার দরদি নাগরিকদের কাছে তার পরিবারের আকুল আবেদন যে, সবাই যার যার সাধ্যমতো একজন সন্ন্যাসীকে বাচানোর জন্য সহযোগিতার হাত বারিয়ে দি।
সহৃদয় নাগরিক তাঁকে আর্থিক সাহায্য পাঠাতে চাইলে ইউকো ব্যাংক রংপুর শাখার অ্যাকাউন্ট নম্বর হলো: Jayarani Das ,A/C NO: 17190110082386, IFSC -UCBA0001719 এ পাঠাতে পারবেন। উল্লেখ্য, সন্ন্যাসী ক্ষুদিরাম দাস বিভিন্ন সমাজসেবা এবং পূজাপার্বনে জড়িত ছিলেন। শিলচর রংপুর এলাকায় দীর্ঘ বছর চড়ক পূজা আয়োজনে অন্যতম ভূমিকা পালন করেছেন তিনি।


