ষষ্ঠীর সন্ধ্যায় করিমগঞ্জ শহরে পূণ্যার্থীদের ভিড়
বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : ষষ্ঠীর সন্ধ্যায় শহর করিমগঞ্জের বুকে সাধারণ মানুষের ঢল নামে। রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে বিভিন্ন পুজো মণ্ডপে বিল্ববৃক্ষে ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হয়। শহরের ইয়ুথ স্কোয়ার ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষের এবারের পুজোর উদ্বোধন করেন মিশনের অচ্যুতানন্দজি মহারাজ ও প্রভাসানন্দজি মহারাজ। ইয়ুথ স্কোয়ার ক্লাবের পুজো দেখতে আবাল-বৃদ্ধ-বণিতার ভিড় ছিল লক্ষণীয়। অন্যদিকে ষষ্ঠীতেই চমক দেয় টাউন কালীবাড়ি রোডের কুশিয়ারকুল ক্লাব।কুশিয়ারকুল ক্লাবেরও এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ।সূদূর পশ্চিমবঙ্গ থেকে আসা ছৌ-নাচের দল এবং মহিলা ব্যান্ড পুজোর সম্মুখস্থল পরিক্রমা করে।বলাবাহুল্য লোকে লোকারণ্য হয়ে পড়ে।শহরের নীলমণি রোডের শতভিষা ক্লাবের পুজো উদ্বোধন করেন সম্পাদক কিশোর দে এবং পুরকমিশনার রুমা দাস।
একইভাবে শহরতলী, ইয়ুথ ইউনিটি, ব্রাইট স্টার, স্টেশনরোড-ইণ্ডডি কলোনী-রায়নগর সর্বজনীন, সুভাষরোড-শ্রীনগর কলোনী সর্বজনীন, লঙ্গাইরোড সর্বজনীন, অগ্রগামী ক্লাব, মধ্যকরিমগঞ্জ সহ অন্যান্য পুজোর এদিন উদ্বোধন হয়।শহর করিমগঞ্জের বিভিন্ন পুজোয় মণ্ডপ সজ্জা, আলোক সজ্জায় রীতিমতো অঘোষিত প্রতিযোগিতা চোখে পড়ে। বলাবাহুল্য সর্বধর্মের মানুষ একহয়ে মেতে উঠেছেন পুজোর আনন্দে।