ধলাইয়ের দত্ত বাড়ির ১২৬ তম পুজোর মণ্ডপ উদ্বোধন স্বামী গণধীশানন্দজির

ধলাইয়ের দত্ত বাড়ির ১২৬ তম পুজোর মণ্ডপ উদ্বোধন স্বামী গণধীশানন্দজির

বরাক তরঙ্গ, ২০ অক্টোবর : ষষ্ঠী তিথিতে ফিতা কেটে ধলাইর দত্ত পরিবারের ১২৬ তম বছরের পরম্পরাগত দুর্গা পূজোর প্রতিমা উদ্বোধন করলেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। 

প্রতিমা উদ্বোধন করে ভক্তদের উদ্দেশ্যে স্বামী গণধীশানন্দজি মহারাজ বলেন, পবিত্র মনে মায়ের উপাসনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি অনিবার্য। তিনি বলেন, আমরা এখানে বছর বছর ধরে মায়ের আরাধনা করে আসছি। এবছর ১২৬ বছরে পা রেখেছে দত্ত পরিবারের পুজো। অত্যন্ত সুন্দর ভাবে মায়ের প্রতিমা নির্মাণ করা হয়েছে। বলেন, আমরা ঠিক ঠিক যদি মায়ের স্মরণাপন্ন হই আমাদের সামনে যে অজ্ঞান অন্ধকার রয়েছে এগুলি তিনি দূর করে দেবেন। তিনি বলেন, আজকের এই সুন্দর দিনে জগৎজননী মায়ের কাছে প্রার্থনা তাঁর আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, আমাদের ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি যেন নেমে আসে । 

পবিত্র মনে মায়ের উপাসনা করুণ জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি অনিবার্য : মহারাজ_____

এদিন, স্বামীজীর সঙ্গে ছিলেন শিলচরের প্রাক্তন পুরকমিশনার বীরব্রত রায়, সমাজকর্মী দেবাশিস দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পুরোহিত শঙ্কর ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী সঞ্জয়পদ দে, সমাজকর্মী কমলেশ দাশ, দীপক পাল, সুপ্রিয় পাল প্রমুখ। এছাড়াও এদিন দত্ত পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সুরজিৎ দত্ত, শুভজিৎ দত্ত, সাগর দত্ত, সুকল্যাণ দত্ত, দেবাশিস দত্ত, শীর্ষেন্দু দত্ত, গৌরী দত্ত, শিখা দত্ত, অমিতা দত্ত, মাম্পী দত্ত, সুপর্ণা দত্ত, দেবজানি দত্ত, পম্পী দত্ত প্রমুখ। পূজোর তিন দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে প্রতিদিন সন্ধ্যা ৬ ঘটিকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে এবং তারজন্য আপামর সংগীত প্রেমী জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন দত্ত পরিবারের সদস্য সুরজিৎ দত্ত ওরফে রাজা। 

Author

Spread the News