মহালয়ায় হাইলাকান্দি শহরে জন জোয়ার
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : দেবী পক্ষের সূচনা লগ্নে শনিবার শিশির ভেজা শারদ প্রাতে আনন্দের জোয়ারে গা ভাসালেন হাইলাকান্দি শহরের সনাতন ধর্মাবলম্বী মানুষ। শুষ্ক আবহাওয়া থাকার দরুন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মর্মর মূর্তির পাদদেশে ‘আই লাভ হাইলাকান্দি’ ফলকর সম্মুখে ছবি তুললেন ‘সাত থেকে সত্তর’ সবাই। পাশাপাশি ইসকনের নগর কীর্তন, বিভিন্ন পূজা কমিটির দেবী প্রতিমা সহ ট্যাবলো, পথ চলতে চা, জল, চানা, মিষ্টান্ন ও খিচুড়ির বাড়তি স্বাদ অনুভব করলেন হাইলাকান্দিবাসী। এদিকে, এবছর ও মহালয়া উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পথ সঞ্চলন ও শহর পরিক্রমা করে।
এবছরের দুর্গোৎসবে রাজ্যের মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূজা দেখতে হাইলাকান্দি আসছেন, তাই পূর্ত বিভাগ ও শহরের বিভিন্ন পথে পিচের প্রলেপ দেওয়ার কাজ ও জোরকদমে চালিয়ে যাচ্ছে। ফলস্বরূপ এবছরের মহালয়া যারা পায়ে হেঁটে মহালয়ার আমেজ উপভোগ করতে রাস্তায় বের হয়েছিলেন, তারা বেশ আনন্দ উপভোগ করেন।
এবছর হাইলাকান্দি শহরে নতুন পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি, রাম নারায়ণ ট্যাঙ্ক রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবং এসকে রায় সিভিল হাসপাতালের পার্শবর্তী লক্ষী ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে এবছর প্রথম বারের মত শহরে ট্যাবলো বের হয়। পাশাপাশি কুন্দানালা ইসকন মন্দিরের পক্ষ থেকে নগর সংকীর্তনে কৃষ্ণ নামে গা ভাসান শহরবাসী। পাশাপাশি, এবিভিপি, রোটারেক্ট ক্লাব সহ অন্যান্য সংঘটনের পক্ষ থেকে চা বিতরণ করা হয়। মহাশ্মশান পরিচালনা সমিতির পক্ষ থেকে চানা-মুগ, ইসকনের পক্ষে খিচুড়ি ইত্যাদি বিতরণ করা হয় এবং পায়েস বিতরণ করে ইনার হুইল ক্লাব। তাই পুজোর কাউন্টডাউন হল শুরু।