বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : বিশিষ্ট শিক্ষাবিদ তথা বরাকপ্রেমী বিনয় ভট্টাচার্য আর নেই। শনিবার দিল্লিতে নিজ বাসভবনে প্রয়াত হলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।
এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন যে বিনয় ভট্টাচার্য্য কাছাড় কলেজের অধ্যক্ষ থাকাকালীন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে আকসার আন্দোলন শুরু হয়। সেই সময় প্রয়াত বিনয় ভট্টাচার্য তাঁদের অন্যতম শুভ চিন্তক ছিলেন। বহু মূল্যবান পরামর্শ দিয়ে তিনি আকসাকে সহায়তা করেছেন। তাঁর প্রচ্ছন্ন প্রশ্রয়ে প্রথম দিকে কাছাড় কলেজের কেন্টিন এই আন্দোলনের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যাবহৃত হয়। পরবর্তীতেও তিনি সর্বদা তাঁদের আন্দোলনকে সমর্থন করে গেছেন। এমনকি আসাম বিশ্ববিদ্যালয় বিল যা সংসদে উত্থাপিত হয়ে গৃহীত হয় তাঁর বয়ান তৈরি করেছিলেন বিনয় ভট্টাচার্য্য। প্রদীপবাবু বলেন, তাঁর প্রয়াণে শুধু এক সুসন্তান নয়,বরাক এক অভিভাবককে হারাল।
উল্লেখ্য, প্রয়াত বিনয় ভট্টাচার্য্য বরাক উপত্যকার নেহেরু কলেজ ও কাছাড় কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন। পরবর্তীতে তিনি সাহিত্য অ্যাকাডেমির ইংরেজি বিভাগের সম্পাদনার দায়িত্ব পালন করেন। তিনি দিল্লির দেশবন্ধু কলেজের অধ্যক্ষ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন। প্রদীপ দত্তরায় এদিন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


