উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন ত্রিপুারা মুখ্যমন্ত্রী মানিক সাহা
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ‘আমি চিনা নাগরিক নই, ভারতীয়।’ বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এই কয়েকটা কথাই বলতে পেরেছিলেন অ্যাঞ্জেল চাকমা (২৪)। তখনও জানতেন না প্রতিবাদের মুখে পড়ে তাঁর প্রাণটাই চলে যাবে। প্রায় ১৪ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে শুক্রবার তাঁর মৃত্যু হয়। খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্তের সন্ধান পেতে পুলিশ ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে।
ত্রিপুরার নন্দনগরের বাসিন্দা, মেধাবী ছাত্র অ্যাঞ্জেল চাকমার অকাল প্রয়াণে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত ৯ ডিসেম্বর দেরাদুনে একদল দুষ্কৃতীর নৃশংস হামলায় গুরুতর আহত হন এঞ্জেল। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মানিক সাহা আরও জানান অ্যাঞ্জেল চাকমার পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন।


