দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : শিলচর শঙ্করমঠ ও মিশনে ১৪০ নম্বর বুথে আয়োজিত ১২৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর শহরের বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নমূলক পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনা অনুসরণ করে তিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশ ও রাজ্যকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জোর দিয়ে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিধায়ক চক্রবর্তী বলেন, “শিলচরকে একটি আধুনিক ও সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প চলছে। বর্তমানে সড়ক নির্মাণ, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ এবং যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।” তিনি আরও জানান, আগামী দিনে স্মার্ট সিটি প্রকল্পের অংশ হিসেবে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, পর্যটন উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার কাজগুলো ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রীর “সবকা সাথ, সবকা বিকাশ” দর্শন এবং মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এদের নির্দেশনায় আমরা বরাক উপত্যকাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। আমাদের কর্মীরা এই যাত্রায় অবিচ্ছিন্ন সহযোগিতা প্রদান করছেন।” অনুষ্ঠানে দলের পক্ষ থেকে বুথ সভাপতি প্রসেনজিৎ রায়, কিষান মোর্চার রাজ্য সহ-সভাপতি মনোজ দাস, সেবা বণিক বিল্পব কুমার দে, প্রসেনজিৎ রায়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


