বিহালীর বাঘমারীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : বিহালীর বাঘমারীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। রবিবার সকাল ৭টা থেকে ২৬৫ বিঘা জমিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এই বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদের জন্য ২০টিরও বেশি বুলডোজার প্রস্তুত রাখা হয়েছে এবং হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তারক্ষী আনা হয়েছে। বাঘমারীর পাওয়ারগ্রিড প্রকল্পের নিকটে ইতিমধ্যেই বুলডোজার মজুত করা হয়েছে এবং নিরাপত্তারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, বাঘমারীর ২৬৫ বিঘা জমিতে অবৈধভাবে দখল করে ঘরবাড়ি নির্মাণ করা ৪৩৩টি পরিবারকে উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছিল। প্রশাসনের উচ্ছেদের বিরুদ্ধে ৬৮টি পরিবার গৌহাটি হাইকোর্টে আবেদন দাখিল করে। সেই আবেদনের ভিত্তিতে গৌহাটি হাইকোর্ট ৬৮টি পরিবারের ঘর উচ্ছেদের উপর স্থগিতাদেশ জারি করেছে। রবিবার হাইকোর্টের স্থগিতাদেশপ্রাপ্ত ওই ৬৮টি পরিবারকে বাদ দিয়ে বাকি পরিবারগুলিকে উচ্ছেদ করা হবে। ইতিমধ্যেই উচ্ছেদের নোটিস পেয়ে কিছু পরিবার এলাকা ছেড়ে চলে গেলেও এখনও কিছু পরিবার সেখানে অবস্থান করছে। উচ্ছেদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন পুরো এলাকাকে ৫টি জোনে ভাগ করেছে। বিশ্বনাথ জেলা আয়ুক্তের নির্দেশে অতিরিক্ত আয়ুক্ত অসীম বুড়াগোঁহাই ও বিহালী মহকুমা আয়ুক্ত প্রভাত পেগুর নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের তৎপরতায় রবিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *