২৮ ডিসেম্বর : মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘন কুয়াশার কারণে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। একটি যাত্রীবাহী বাস পাহাড়ি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।
স্থানীয় দমকল বাহিনীর মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্ধারকাজে দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকরাও অংশ নেন। শনিবার পশ্চিম গুয়াতেমালার তোতোনিকাপান বিভাগের দুর্গম পাহাড়ি এলাকা ‘আলাস্কা পিক’-এ এই দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ঘন কুয়াশার জন্য পরিচিত, যেখানে প্রায়ই দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদের জন্য যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, গুয়াতেমালা সিটি থেকে মেক্সিকো সীমান্তবর্তী সান মার্কোস বিভাগের দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এটি প্রায় ৭৫ মিটার গভীর একটি খাদে পড়ে যায়, ফলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রীর মৃত্যু হয়।দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দমকল বাহিনী উদ্ধারকাজের বিভিন্ন ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত বাসের চারপাশে উদ্ধারকর্মীরা আহত ও নিহতদের উদ্ধারে ব্যস্ত রয়েছেন। উদ্ধার অভিযান ছিল জটিল ও সময়সাপেক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যাত্রীদের স্বজনরা ঘটনাস্থল এবং আশপাশের হাসপাতালগুলোতে ছুটে যান প্রিয়জনদের খোঁজে। অনেক পরিবার উৎকণ্ঠা ও শোকের মধ্যে রাত কাটিয়েছে।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।


