১২ লক্ষ বাজেট ধরে গড়েরভিতর দীননাথপুরের ঐতিহ্যবাহী দুর্গাপূজার জোরদার প্রস্তুতি
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শরতের হাওয়া বইতেই দুর্গোৎসবের তুমুল প্রস্তুতিতে মেতে উঠেছে কাছাড় জেলা। বাদ নেই গ্রাম কাটিগড়াও। সমান তালে পাল্লা দিচ্ছে উত্তর কাটিগড়ার অন্তর্গত গড়েরভিতর দীননাথপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটিও। বিহাড়ার দীননাথপুরে প্রতিবছরই এই দুর্গোৎসবকে কেন্দ্র করে শুরু হয় এক বিশেষ আনন্দের আয়োজন। এই পূজার বিশেষ বৈশিষ্ট্য হিসেবে ধরা হয় এখানের বৈচিত্রময় সাংস্কৃতিক ঐক্য। এখানে বসবাসকারী বাঙালি, ডিমাসা, অসমিয়া, নেপালি ও চা জনজাতিদের সম্মিলিত প্রয়াসে পূজাস্থল হয়ে উঠে এক মিলনায়তন। এবার এই পুজো ৫৪ তম বছরে পা দিয়েছে। লক্ষাধিক লোকের সমাগমে ২০১৯ সালে সাড়ম্বরে পালিত হয় এই পূজার সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেবছর বিহাড়া সহ পার্শ্ববর্তী অঞ্চল গুলোর মানুষের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল এই পূজা অনুষ্ঠান। পরবর্তীতে করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছিল পূজার আয়োজন।
এবার পরিস্থিতি স্বাভাবিক থাকায় উদ্যোক্তারা আবার গ্রামীণ ভক্তবৃন্দদের সহযোগিতায় বড় বাজেটে পূজার আয়োজনের পরিকল্পনা নিয়েছেন। আজ গড়েরভিতর দীননাথপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সুদীপ কুমার দে, সভাপতি দ্বিজেন্দ্র লাল বর্মন, সহসভাপতি সুজিত দত্ত, ননীগোপাল দেব, বিদ্যাধর রায়, সম্পাদক অসিত দাস সহ পুজো কমিটির অন্যরা জানান, এবারের পূজার বাজেট ১২ লক্ষ টাকা। পূজার থিম সংস্কৃতিক ও স্বচ্ছ পরিবেশে দুর্গোৎসব। শুনুন তারা কি বলছেন।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।