রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : কার্বি আংলঙের উত্তপ্ত ঘটনায় দুই বাঙালি হিন্দু যুবক দীপক দে ও সৌরভ দে হত্যার প্রতিবাদে গর্জে উঠলেন কংগ্রেসিরা। শনিবার রাতে শিলচর শহরে কার্বি আংলঙের দুই বাঙালি হিন্দু যুবককে হত্যাকাণ্ডের জন্য বিজেপি সরকারকে দায়ী করে বিচারের দাবিতে মোমবাতি মিছিল বের করে কংগ্রেস। পাশাপাশি বাংলাদেশে হিন্দু নাগরিক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যার প্রসঙ্গ টেনে বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধে ভারত সরকারকে চাপ সৃষ্টি করারও দাবি রাখেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা।
এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেস কমিটি, সেবাদল, ইয়ং ব্রিগেড, যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সহ কংগ্রেস সমর্থকরা।
কার্বি আংলঙের দুই বাঙালি যুবক সহ দীপুচন্দ্রের হত্যার প্রতিবাদ মোমবাতি মিছিল কংগ্রেসের


