১৭ লাখ আফগান নাগরিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ

৫ অক্টোবর : অবৈধভাবে পাকিস্তানে থাকা প্রায় ১৭ লাখ আফগান নাগরিককে আগামী ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। এই সময়ের মধ্যে দেশ না ছাড়লে বলপূর্বক উচ্ছেদ করা হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশনা জারি করেছে।

বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অবৈধভাবে পাকিস্তানে থাকা আফগান নাগরিকরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। যার ফলে দেশে অপরাধ বাড়ছে। সেই কারণে পাকিস্তান সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এরইমধ্যে এর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময়সীমা শেষ হওয়ার পরও যে সব অবৈধ বিদেশি নাগরিকরা দেশ ছাড়বে না, তাদের মালিকানাধীন অবৈধ সম্পত্তি এবং ব্যবসা বাজেয়াপ্ত করা হবে। তিনি জানান, পাক গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের খুঁজে বের করবে এবং কর্তৃপক্ষ সেই সম্পত্তি এবং ব্যবসা বাজেয়াপ্ত করবে। অপরাধীদের পাকিস্তানিদেরও আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

Author

Spread the News