বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : সড়ক দুর্ঘটনায় আহত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশিস নাথের মৃত্যু ঘটল। শুক্রবার শেষরাতে চিকিৎসারত অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। বয়স হয়েছিল ৫৫ বছর। আশিস নাথের মৃত্যুতে গুরুচরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। তিনি রেখে গেছেন স্ত্রী সোমা নাথ ও কন্যা অনুমিতা নাথকে।
জানা যায়, শনিবার দুপুরে শ্রীকোণা রামনগর এলাকা থেকে শিলচর শহরের দিকে নিজের স্কুটি চালিয়ে ফেরার সময় রাস্তায় হঠাৎ করেই উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর। স্থানীয়রা মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স ডেকে অধ্যাপককে মেডিক্যালে পাঠান। টানা এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানতেই হল গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশিস নাথের।


