চা শ্রমিকদের মজুরি বাড়ল, ২০ শতাংশ বোনাস দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : রাজ্য সরকার সোমবার শহরের গান্ধী মণ্ডপে মন্ত্রিসভার বৈঠক করেছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

সিদ্ধান্ত অনুযায়ী চা শ্রমিকদের মজুরি বাড়ানো হবে ২৫০ টাকা। শ্রমিকদের আগে মজুরি ছিল ২৩২ টাকা। ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। বরাক উপত্যকায় চা শ্রমিকদের মজুরি ২১০ টাকা থেকে ২২৮ টাকায় বৃদ্ধি করা হবে।

মুখ্যমন্ত্রী চা বাগানগুলিতে ২০ শতাংশ পুজো বোনাস দেওয়ারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও ঘোষণা করেছিলেন যে সরকার এটিসি বাগানের জন্য ২০ শতাংশ বোনাস দেবে এবং রাজ্য সরকারে চা শ্রমিকদের জন্য সরকারি আসন সংরক্ষণ করা হবে। চা শ্রমিকদের পরিবারের জন্য ৩ শতাংশ সংরক্ষণ থাকবে।

বৈঠকে বাজালি জেলা গঠনের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ভবানীপুর এবং সরভাগকে একীভূত করা পরে নেওয়া হবে সিদ্ধান্ত। ১১ অক্টোবর থেকে বজালি জেলা গঠন হবে।

সরকারি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। সপ্তম থেকে দশম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। তিনি বলেন, ২৫৯ কোটি টাকা ব্যয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৬০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রীদের স্কুটি দেওয়া হবে। ৭৫ শতাংশ  নম্বর পাওয়া ছাত্রদেরও স্কুটি দেওয়া হবে।

Author

Spread the News