দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শুভ্রাংশুশেখর ভট্টাচার্যের সহায়ক উপস্থিতিতে বিদ্যালয়ের অধ্যক্ষা মাধুরী বর্মণের তত্ত্বাবধানে বিভিন্ন খেলাধুলায় বিভিন্ন বিভাগে বিজয়ী হয়ে ওঠা ১২০ জন ছাত্রকে শংসাপত্র ও মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সকাল থেকেই শুরু হয়ে ছাত্রদের গান ও নাটকের মতো আকর্ষণীয় সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে আরও জমজমাট হয়। বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ছাত্ররা অ্যাথলেটিক্স, কবাডি, ক্যারাম, দাবা সহ একাধিক খেলায় অংশ নিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করেছিল। প্রত্যেক বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের অর্জিত সাফল্যের জন্য সকলে প্রশংসা জানায়।

অধ্যক্ষা বর্মণ অনুষ্ঠানে উপস্থিত সকলকে সম্বোধন করে বলেন, “খেলাধুলা শুধু শারীরিক ফিটনেসই নয়, এটি ছাত্রদের মানসিক শক্তি ও দলীয় কাজের চেতনাও গড়ে তোলে। আমরা গর্বিত যে আমাদের ছাত্ররা এবারও চমৎকার ফলাফল দেখিয়েছে। “সকল শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়। বিদ্যালয় পরিচালনা সমিতি জানিয়েছে, এ ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও চালিয়ে যাবে যাতে ছাত্ররা খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় থাকতে পারে। স্থানীয় সমাজও এই উদ্যোগের প্রশংসা করেছে।


