কাছাড়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে। কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কমিশনার মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, জেলার সাতটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ১৫ হাজার ৪৩৯ জন। আগের তুলনায় ভোটারের সংখ্যা বেড়েছে ২১ হাজার ৯৫৭ জন।

ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার: ৭ লক্ষ ১ হাজার ৮৮৮ জন মহিলা ভোটার: ৭ লক্ষ ১৩ হাজার ৫৩৩ জন। সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে শিলচর বিধানসভা কেন্দ্রে সর্বাধিক ভোটার রয়েছে। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ৩৫১ জন। আজ প্রকাশিত খসড়া ভোটার তালিকার ক্ষেত্রে আপত্তি ও সংশোধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জানুয়ারি ২০২৬। জেলা কমিশনার মৃদুল যাদব জানান, চূড়ান্ত ভোটার তালিকা ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হবে।

এদিকে, কাছাড় জেলায় পোলিং সেন্টারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জেলায় মোট ১,৭৩২টি পোলিং সেন্টার রয়েছে, যেখানে আগে ছিল ১,৫৫১টি। এছাড়াও, জেলায় বর্তমানে ডি-ভোটারের সংখ্যা ৩,৩০৪ জন বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *