২৭ ডিসেম্বর : অধিকৃত পশ্চিম তীরের একটি সড়কের পাশে নামাজরত এক ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ইজরায়েলি একজন রিজার্ভ সৈন্য। বৃহস্পতিবার পশ্চিম তীরে অল-টেরেন ভেহিকল (এটিভি) নামের ওই গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় ইজরায়েলি ওই সৈন্যের পিঠে রাইফেল দেখা যায়। পরে ফিলিস্তিনি ওই ব্যক্তি সেখান থেকে দ্রুত চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নামাজরত মুসল্লির ওপর গাড়ি চালিয়ে দেওয়ার নৃশংস ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেকেই ইজরায়েলি সেনাবাহিনীর প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, এক ফিলিস্তিনি ব্যক্তিকে গাড়ি চাপা দেওয়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সশস্ত্র এক ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছেন। ওই ব্যক্তি ইজরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সৈন্য। ঘটনার পর তার সামরিক দায়িত্ব বাতিল করা হয়েছে।
ইজরায়েলি সেনাবাহিনী বলেছে, রিজার্ভ সৈন্য হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর অর্পিত দায়িত্বের ‘‘গুরুতর লঙ্ঘন’’ করায় তার অস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
https://x.com/hamada_pal2020/status/2004268794278277496?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2004268794278277496%7Ctwgr%5Eda0894aa4e1c16b11790ff9cd9cfc4099aae490a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Finternational%2F419440
হামলার পর ওই ফিলিস্তিনি ব্যক্তি ঘটনাস্থল থেকে হাসপাতালে যান। গুরুতর আহত না হওয়ায় বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। ভুক্তভোগীর বাবা মাজদি আবু মোখো বলেছেন, হামলার পর তার ছেলের দুই পায়ে ব্যথা শুরু হয়েছে। ওই সৈন্য তার ছেলেকে লক্ষ্য করে পেপার স্প্রে নিক্ষেপ করেছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও যদিও ইজরায়েলি ওই রিজার্ভ সৈন্যকে পেপার স্প্রে নিক্ষেপ করতে দেখা যায়নি।


