পালংঘাট মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য মেলা
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : আয়ুষ্মানভব অভিযান কর্মসূচির অধীনে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ও পালংঘাট মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনায় মঙ্গলবার পালংঘাট মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্র (মডেল হাসপাতালে) এক মেঘা স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০ টাকা ফিতা কেটে মেলার সূচনা করেন সারা আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহ, স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ তথা ডেপুটি সুপারিনটেন্ট মনোজ মজুমদার, হাসপাতাল পরিচালন কমিটির সভাপতি বিভানরঞ্জন দেব, পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, দীনেশ রবিদাস, জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমূখ। এদিনের স্বাস্থ্য মেলায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইএনটি, চক্ষু রোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীর স্বাস্হ্য পরিক্ষা করেন ও তাদের মিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এছাড়া এদিনের স্বাস্থ্য মেলায় সংক্রামক ও অসংক্রামক রোগ, পরিবার পরিকল্পনা, পোষণের উপর সচেতনতা ও হেলথ অ্যান্ড ওয়ালনেন্স এর উপর যোগ ব্যায়াম শিবির অনুষ্ঠিত হয়। এদিনের স্বাস্হ্য মেলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও তোলে দেওয়া হয়।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।