পঞ্চম আয়ুষ্মান দিবসে নানা কার্যসুচি পালন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : পঞ্চম আয়ুষ্মান দিবস উপলক্ষে জেলা জুড়ে বেশকিছু কার্যসুচি গ্রহন করে কাছাড়ের স্বাস্থ্য বিভাগ। এরই অঙ্গ হিসাবে শনিবার প্রথমে এক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। বিভাগীয় শাখা আধিকারিক তথা ম্যাজিস্ট্রেট জোনালি দেবীর উপস্থিতিতে এর উদ্বোধন করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। অংশগ্রহণ করে এনসিসি ক্যাডার, নেহরু যুব কেন্দ্র সংগঠনের অধীনস্থ স্বেচ্ছাসেবকরা। উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম, এন এইচ এমের জেলা কর্মসুচি প্রবন্ধক রাহুল ঘোষ, আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের জেলা ম্যানেজার অভিজিৎ ভট্টাচার্য, এনএইচএমের ডিএমই ড০ গুলবাহার রাজ প্রমুখ। পরে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে শুরু হয় সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। অবশ্যই শিবির জেলার ৯টি সরকারি হাসপাতালে উপলব্ধ ছিল এবং এসব হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবার সুযোগ গ্রহণ করেন জেলার কর্মরত সাংবাদিকরা। একই সময়ে জেলার আয়ুষ্মান কার্ড প্রস্তুতি ও এই কার্ডের মাধ্যমে দুস্থ রোগীদের অধিক পরিমাণ সেবা প্রদান করা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কাছাড় ক্যান্সার হাসপাতালকে সম্মানিত করে জেলা প্রশাসন। এই উপলক্ষে জেলার সিভিল হাসপাতাল কনফারেন্স হলে এক সভার আয়োজন করা হয়।

পঞ্চম আয়ুষ্মান দিবসে নানা কার্যসুচি পালন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের

সভায় জেলার অতিরিক্ত আয়ুক্ত (স্বাস্থ্য) খালেদা সুলতানার উপস্থিতি অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় শিলচর মেডিকেল কলেজের তরফে অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত সহ অধীক্ষক ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করেন। সভায় জুনালী দেবী ডাঃ আশুতোষ বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সভায় জেলায় সর্বোচ্চ আয়ুষ্মান কার্ড প্রস্তুতকারী এমপিডব্লু জালালপুর স্বাস্থ্য ব্লকের আহমেদ নিজামকে সম্মানিত করা হয়। পাশাপাশি জেলার কেন্দ্রীয় কারাগারে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এইডস, ক্যানসার মানসিক স্বাস্থ্য ইত্যাদি নিয়ে এক সচেতন সভারও আয়োজন করা হয়।

পঞ্চম আয়ুষ্মান দিবসে নানা কার্যসুচি পালন কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগের

একই কার্যসূচি জেলার সোনাই এলাকার বেশ কিছু চা বাগানে অনুষ্ঠিত হয়। এর দায়িত্বে ছিল মোবাইল মেডিক্যাল ইউনিট। সবশেষে শিলচর সিভিল হাসপাতালের কনফারেন্স হলে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা দুটায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বেশ কিছু স্কুলের পুড়ুয়ারা অংশগ্রহণ করে। আর্ট ইন্ড ক্রাফট সোসাইটির সহযোগিতায় দুটি গ্রুপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শেষে প্রত্যেককে জেলা প্রশাসনের তরফে শংসাপত্র ও মেডেল এবং প্রথম তিন স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। এই কার্যসূচির দায়িত্বে ছিলেন এনএইচএমের জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর, সিভিল হাসপাতালের কাউন্সিলর ইরশাদুর রহমান বড়ভূইয়া, জেলা ড্রাগ স্টোর ম্যানেজার জাকির হোসেন প্রমুখ। সহযোগিতা করেন অভিজিৎ ভট্টাচার্য ও আর্ট এন্ড ক্রাফট সোসাইটির সাধারণ সচিব প্রদীপ আচার্য।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News