কাবুগঞ্জ থেকে তিন ডাকাত পাকড়াও সোনাই ও ধলাই পুলিশের, বাজেয়াপ্ত মণিপুর পুলিশের স্টিকার লাগানো বাহন
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : সোনাই এবং ধলাই পুলিশের যৌথ অভিযানে তিন ডাকাতকে পাকড়াও করা হল। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে সোনাই পুলিশ ডাকাত দলকে পাকড়াও করতে অভিযানে নামে। সোনাই পুলিশ ডাকাত দলের পিছু ধাওয়া করে এবং উল্টো দিক থেকে ধলাই পুলিশও রওয়ানা হয়। পুলিশের টের পেয়ে ডাকাতরা কাবুগঞ্জে পৌঁছার পর পালানোর চেষ্টা করে, তখন দুই থানার পুলিশ তাদের পাকড়াও করে। ডাকাত দল এমজেড ০১ আর ০০১২ নম্বরের একটি সাদা রঙের বিলাসবহুল গাড়িতে মণিপুর পুলিশের স্টিকার লাগিয়ে ডাকাতি চালাচ্ছিল। পুলিশ ওই গাড়ি সহ কুকি সম্প্রদায়ের তিন ডাকাতকে গ্রেফতার করে।
শনিবার সকালে সোনাই পুলিশের ওসি গত বৃহস্পতিবার সোনাবাড়িঘাট সংলগ্ন দক্ষিণ কৃষ্ণপুরে ডাকাতি হওয়া লস্কর হার্ডওয়্যার দোকানের মালিক আজিব উদ্দিন লস্করকে (ঝিনুক) কে খবর দেন। ঝিনুক লস্কর থানায় পৌঁছে দুজনকে সনাক্ত করেন।
এ দিন, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে কাছাড় জেলা এবং বরাক উপত্যকার অন্যান্য অংশে অসংখ্য ডাকাতির ঘটনায় জড়িত তিন ব্যক্তি ডিমেনগেল লালবোই মাইকেল, পাওজালেন ডিমেনজেল ও থাংবোই ডিমেনগেল গ্রেফতার করা হয়েছে। তারা মণিপুরের কাংপোকপি জেলার সাইকুল থানার অধীন সাইজং এর বাসিন্দা। গাড়িতে তল্লাশির সময় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে ১৫ রাউন্ড সহ একটি ৯ এমএম পিস্তল, ৫০ রাউন্ড গোলাবারুদ সহ একটি .২২ পিস্তল। পুলিশ সাদা রঙের একটি ক্রেটা গাড়িও বাজেয়াপ্ত করেছে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা সোনাবাড়িঘাটের হার্ডওয়্যারের দোকান, জিরিঘাটে ধাবা ও সোনাই অঞ্চলের পেট্রোল পাম্পে ডাকাতি করেছে। এবং তারা জানিয়েছে যে সম্প্রতি তারা কোলাসিবে অবস্থান করছে।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।